"মেসি vs রোনালদো বর্ষসেরার"
লিগ টেবিলের তলানির দলের বিপক্ষেও আক্রমণে তেমন সুবিধা করতে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুর সাদামাটা ফুটবলের পর হাতে গোনা কয়েকটি সুযোগ মিললেও কাজে লাগাতে পারছিল না কেউ। অবশেষে পেনাল্টি পেয়ে ব্যবধান গড়ে দিলেন ক্রিস্তিয়ানো রোনালদো।
প্রতিপক্ষের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে নরিচ সিটিকে ১-০ গোলে হারিয়েছে রালফ রাংনিকের দল। জার্মান এই কোচের হাত ধরে লিগে দুই ম্যাচ খেলে দুটিই জিতল ইউনাইটেড।দিনের আগের ম্যাচে সাউথ্যাম্পটনকে হারিয়ে পঞ্চম স্থানে ওঠে আর্সেনাল। তাদের নামিয়ে সেখানে ফিরল ওল্ড ট্র্যাফোর্ডের দলটি।
চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপের শীর্ষস্থান আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় গত বুধবার ইয়াং বয়েজের বিপক্ষে ১-১ ড্র ম্যাচে শুরুর একাদশে ১১টিই পরিবর্তন করেছিলেন ইউনাইটেড কোচ। লিগে ফেরার সঙ্গে আবারও ১১ পরিবর্তন করে মূল একাদশে ফিরে যান তিনি।
বিশ্রাম পেয়ে রোনালদো-ফের্নান্দেসরা চাঙা হলেও ম্যাচের প্রথম ৩০ মিনিটে তাদের আক্রমণে কোনো ধার ছিল না। চতুর্দশ মিনিটে অবশ্য গোল পেতে পারত দলটি, তবে ডি-বক্সের একটু দূর থেকে আলেক্স তেলেসের ফ্রি-কিক রক্ষণ দেয়ালে একজনের মাথায় লেগে দিক পাল্টে ক্রসবার কাঁপায়।
৭৫তম মিনিটে স্পট কিকে গোলটি করেন রোনালদো। ছয় গজ বক্সের মুখে তাকেই ডিফেন্ডার ম্যাক্স অ্যারন্স ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আসরে ১৩ ম্যাচে পর্তুগিজ তারকার এটি সপ্তম গোল।
দুই মিনিট পরই সমতায় ফিরতে পারত নরিচ। তবে দে হেয়ার অসাধারণ সেভে এগিয়ে থাকে ইউনাইটেড। ওজান কাবাকের হেড ঝাঁপিয়ে ফেরান স্প্যানিশ গোলরক্ষক। ৮৬তম মিনিটে ছয় গজ বক্সের মুখে ফাঁকায় বল পেয়ে অবিশ্বাস্যভাবে উড়িয়ে মারেন রোনালদো।
2,মেসি বর্ষসেরার
গত দুই বছর তাঁকে দর্শক বানিয়ে টানা দুবার ফিফা বর্ষসেরার পুরস্কার জিতলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরোপের বর্ষসেরার মুকুট অবশ্য গত তিনবার গেছে তিনজনের ভাগে। আবারও লিওনেল মেসির রাজত্ব ফিরে আসছে ফুটবলে। উয়েফা বর্ষসেরা হওয়াই যেন তারই ঘোষণা। আজ বৃহস্পতিবার মোনাকোতে চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানে মেসির হাতে তুলে দেওয়া হলো ইউরোপের বর্ষসেরা ফুটবলারের ট্রফি।
সেরা তিনে দুজনই ছিলেন বার্সেলোনার। আজ দর্শক আসনে পর পর তিন সারিতে বসেছিলেন সংক্ষিপ্ত তালিকার তিনজন। সবার সামনে লুইস সুয়ারেজ। মাঝখানে ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর পেছনে মেসি। পেছন থেকে উঠে এসে সেরা ফুটবলারের পুরস্কার মেসিই তুললেন। ৫৪ ভোটের ৪৯ টিই পেয়েছেন মেসি। সুয়ারেজ পেয়েছেন ৩ ভোট, বাকি দুটি রোনালদো।
২০১১ সালের পর চার বছর অপেক্ষা শেষে আবারও ইউরোপ সেরা হলেন মেসি। ব্যালন ডি’অর আর ফিফা বর্ষসেরা একীভূত হওয়ায় সেই বছরই প্রথম চালু করা হয় উয়েফা বর্ষসেরার নতুন পুরস্কার। এর পর আন্দ্রেস ইনিয়েস্তা, ফ্রাঙ্ক রিবেরির পর গতবার এই পুরস্কার জিতেছেন রোনালদো। প্রথম ফুটবলার হিসেবে দুবার এই পুরস্কার জিতলেন মেসি। উয়েফার সদস্য ৫৪ দেশের একজন করে সাংবাদিক আজ সরাসরি এই ভোটাভুটিতে অংশ নেন।
পুরস্কার হাতে নিয়ে মেসি অবশ্য চেনা কথাই বলেন, ‘এই পুরস্কার আমার দলের জন্য। দল না থাকলে আমি এই পুরস্কার জিততে পারতাম না।’ ফুটবলারদের সবচেয়ে বড় ব্যক্তিগত পুরস্কার অবশ্য ফিফা ব্যালন ডি’অর। সেটি ঘোষণা করা হবে আগামী বছরের শুরুতে। তবে গতবার বার্সাকে ঐতিহাসিক ট্রেবল জেতানোমেসি পঞ্চমবারের মতো ফিফা বর্ষসেরাও হতে যাচ্ছেন, এ ব্যাপারে সংশয় সামান্যই।
Comments
Post a Comment