Your Browser Do not Support Iframe
Posts
"মেসি vs রোনালদো বর্ষসেরার"
- Get link
- X
- Other Apps
1, রোনালদো বর্ষসেরার লিগ টেবিলের তলানির দলের বিপক্ষেও আক্রমণে তেমন সুবিধা করতে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুর সাদামাটা ফুটবলের পর হাতে গোনা কয়েকটি সুযোগ মিললেও কাজে লাগাতে পারছিল না কেউ। অবশেষে পেনাল্টি পেয়ে ব্যবধান গড়ে দিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। প্রতিপক্ষের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে নরিচ সিটিকে ১-০ গোলে হারিয়েছে রালফ রাংনিকের দল। জার্মান এই কোচের হাত ধরে লিগে দুই ম্যাচ খেলে দুটিই জিতল ইউনাইটেড।দিনের আগের ম্যাচে সাউথ্যাম্পটনকে হারিয়ে পঞ্চম স্থানে ওঠে আর্সেনাল। তাদের নামিয়ে সেখানে ফিরল ওল্ড ট্র্যাফোর্ডের দলটি। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপের শীর্ষস্থান আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় গত বুধবার ইয়াং বয়েজের বিপক্ষে ১-১ ড্র ম্যাচে শুরুর একাদশে ১১টিই পরিবর্তন করেছিলেন ইউনাইটেড কোচ। লিগে ফেরার সঙ্গে আবারও ১১ পরিবর্তন করে মূল একাদশে ফিরে যান তিনি। বিশ্রাম পেয়ে রোনালদো-ফের্নান্দেসরা চাঙা হলেও ম্যাচের প্রথম ৩০ মিনিটে তাদের আক্রমণে কোনো ধার ছিল না। চতুর্দশ মিনিটে অবশ্য গোল পেতে পারত দলটি, তবে ডি-বক্সের একটু দূর থেকে আলেক্স তেলেসের ফ্রি-কিক রক্ষণ দেয়ালে একজনের মাথায় লেগে দিক পাল্টে ক্রসবার কাঁপ...